স্পোর্টস ডেস্ক : হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিল সাকিব আল হাসানের দল। গ্রুপের প্রথম দল হিসেবে কোয়ালিফাই করায় আত্মবিশ্বাসও ছিল বেশ। কিন্তু সুপার ফোরের শুরুতেই আবার নড়বড়ে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে কোনোরকম পাত্তাই পায়নি সাকিব-মুশফিকরা। ১০ ওভার হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে বাবরদের দল।
লাহোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এশিয়া কাপে নিজেদের শেষ দেখায় পাকিস্তানকে হারানো দলটা পরের টুর্নামেন্টে পাত্তাই পেল না বাবরদের কাছে। ম্যাচশেষে বিপর্যয়ের কারণ জানালেন অধিনায়ক সাকিব।
পাকিস্তানের বিপক্ষে বুধবারের (৬ সেপ্টেম্বর) ম্যাচে ৪৭ রানে প্রথম ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব-মুশফিক ১০০ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়লেও সাকিবের বিদায়ের পর আবার বিপর্যয় ঘটে টাইগারদের ব্যাটিংয়ে। ৪৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ ৬৮ বল খেলতেই পারেনি টাইগাররা।
অভিজ্ঞ সাকিব-মুশফিক ছাড়া ব্যাট হাতে কেউই তেমন দাঁড়াতে পারেননি পাকিস্তানের বিপক্ষে। তরুণ ব্যাটারদের মধ্যে কেউই পার হতে পারেননি ২০ রানের ঘর। লিটন, নাঈম, শামীম এবং আফিফ প্রত্যেকেই ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি। তাওহীদ হৃদয় তো তিন ম্যাচেই ব্যর্থ।
পাকিস্তানের বিপক্ষে দলের এমন ব্যাটিংকে ‘বাজে ব্যাটিং’ বলছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা শুরুতেও কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছি। কিছু বাজে শটও আমরা খেলেছি। এই ধরনের উইকেটে প্রথম দশ ওভারে ৪ উইকেট হারানো উচিত না। কিন্তু এটাই হয়েছে। আমাদের জুটি (সাকিব-মুশফিকের ১০০ রানের জুটি) ভালো ছিল। আমাদের আরও ৭-৮ ওভার ব্যাট করা দরকার ছিল। এই ধরনের উইকেটে এটা খবুই বাজে ব্যাটিং প্রদর্শনী। ‘
বোলাররা সহায়তা পাবে এমন উইকেট হওয়ায় শ্রীলঙ্কায় বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস সাকিবের, ‘আমি যখন এলপিএলে খেলেছি, পিচ অনেক স্লো ছিল। পিচও বোলিংয়ের জন্য ভালো। এটা আমারদের জন্য ভালোই হবে। আশা করি কলম্বোতে আমরা ভালো খেলব। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।