বৃষ্টির আগে জ্বলে ওঠা মুস্তাফিজকে নিয়ে যা বললেন কোচ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ, নিউজিল্যান্ড-দুই দলের কাছে বিশ্বকাপের আগে এটাই সুযোগ। আর সেখানে শুরুতেই জল ঢেলে দিয়েছে বেরসিক বৃষ্টি। বাংলাদেশ, নিউজিল্যান্ড নয়, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম ওয়ানডেতে জিতে গেল বৃষ্টি। তবু এই ম্যাচ থেকে প্রাপ্তি খুঁজে পেয়েছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।

টস হেরে আজ প্রথমে ব্যাটিং পেয়েছে নিউজিল্যান্ড। সফরকারীদের ৪.৩ ওভার ব্যাটিংয়ের পর হানা দেয় বৃষ্টি। পরে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪২ ওভারে। তখন প্রথম পাওয়ারপ্লে হয় ৯ ওভারের আর ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ব্ল্যাকক্যাপসদের স্কোর হয় ১৬ রান। ফিন অ্যালেন, চ্যাড বোয়েজ-দুই কিউই ব্যাটারকে ফিরিয়ে মিরপুরে ওয়ানডেতে ৫০ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। দুই বারই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এরপর তৃতীয় উইকটে ১১৭ বলে ৯৭ রানের জুটি গড়েছেন হেনরি নিকোলস ও উইল ইয়ং। নিকোলসকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন ফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার ৭ ওভার বোলিং করে ২৫ রান দিয়েছেন ৩ উইকেট। মাঝে এক ওভার মেইডেনও দিয়েছেন তিনি।

শুধু এই ম্যাচেই নয়, এশিয়া কাপে ভারতের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজ। কলম্বোতে সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট। যার মধ্যে ৪৯ তম ওভার বোলিংয়ে এসে ৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সেটার আগে মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে হয়েছিলেন ম্যাচসেরা। মোস্তাফিজের পারফরম্যান্সের প্রশংসা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিক পোথাস বলেন, ‘এটা বেশ রোমাঞ্চকর। নতুন বলে ছন্দ ফিরে পেতে ফিজ কঠোর পরিশ্রম করছে। অ্যালান ডোনাল্ডের সঙ্গে সে কাজ করছে। আপনারা তার ফল দেখতে পাচ্ছেন। বিশ্বকাপের আগে এটাই সঠিক সময়। তার পারফরম্যান্সে আমরা খুবই খুশি।’

এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে ফিরেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তারা আর ব্যাটিংয়ের সুযোগ পেলেন কই। নিউজিল্যান্ড ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করার পরই বৃষ্টিতে পণ্ড হয় ম্যাচ। তাঁদের নিয়ে (তামিম-মাহমুদউল্লাহ) আশার বাণী শুনিয়েছেন পোথাস, ‘তারা ক্লাসিক খেলোয়াড়। তারা জানে কীভাবে খেলতে হবে। যখনই তারা সুযোগ পাবে, তাদের পারফরম্যান্স আশা করি আমাদের ভালো লাগবে।’