জুমবাংলা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তার পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বেগম জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তবে, কতদিন থাকা লাগবে তা পরে জানানো হবে।
এদিকে মেডিকেল বোর্ডের এক সদস্য গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার ওজন বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে। ব্লাডপ্রেশার ও রক্তে গ্লুকোজের মাত্রা ওঠা-নামা করছে। এগুলো নিয়ন্ত্রণে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি আরও বলেন, বাসায় রেখে সব চিকিৎসা সম্ভব হয় না। লিভারের কিছু চিকিৎসা দেশে নেই। তাই মেডিকেল বোর্ড তাকে মাল্টিপল ডিজিজ সেন্টারে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।
এর আগে, বুধবার (৯ আগস্ট) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে ২০১৮ সালে কারাগারে পাঠানো হয়েছিল। করোনা শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর কয়েক দফা তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায়ই থাকছেন।
তখন শর্ত দেওয়া হয়, তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে। এরপর বিভিন্ন সময় তাকে বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে তাতে সাড়া দেয়নি সরকার।
বিজেপি মনে করে সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হবে : তথ্যমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।