জুমবাংলা ডেস্ক : ‘চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩ জুলাই শুরু হবে’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এ তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ এবং ব্যক্তিগত আইডি থেকে ছড়িয়ে পড়া স্ট্যাটাসে লেখা হয়, ‘হট ব্রেকিং। এইচএসসি ২০২৪ এর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়সূচি জুলাই মাসের ৩ তারিখ।’
এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, এ ধরনের কোনো তথ্য আমরা প্রকাশ করিনি। পরীক্ষার তারিখও চূড়ান্ত হয়নি।
তিনি আরও বলেন, পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে আমরা সংবাদ বিজ্ঞপ্তি এবং বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। কোনো তথ্য জানতে হলে সবাইকে সেখানে দেখতে হবে।
এর আগে, গত বছরের ১০ ডিসেম্বর এসএসসি পরীক্ষার ভুয়া রুটিন ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। যদিও অধিদপ্তর থেকে এক সপ্তাহ পর পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়। সেই তথ্যমতে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ মার্চ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।