স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ৪০১ রান করেও জিততে পারল না নিউজিল্যান্ড। অথচ অর্ধেক রান করেও জিতে যায় পাকিস্তান। বৃষ্টি আইনে ২১ রানের জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তান।
শনিবার ভারতের বেঙ্গালুরুর এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাচিন রবিন্দ্রর সেঞ্চুরি (১০৮) আর অধিনায়ক কেন উইলিয়ামসনের (৯৫) ফিফটিতে ভর করে ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড।
৩০০ বলে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৪০২ রান। ব্যাটিংয়ে নেমে ৬ রানে ফেরেন ওপেনার আব্দুল্লাহ শফিক। এরপর অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে ১৪১ বলে ১৯৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েন ফখর জামান।
২১.৩ ওভারে ১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৬০ রান। এরপর শুরু হয় বৃষ্টি। দীর্ঘ সময় পর খেলা শুরু হলে পাকিস্তানের নতুন টার্গেট দেওয়া হয় ৪১ ওভারে ৩৪২ রান। ২৫.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ২০০ রান। দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হলে খেলা আর মাঠে গড়ায়নি। বৃষ্টি আইনে ২১ রানে জয় পায় পাকিস্তান।
খেলা শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ৪০১ রান করেও হার, মেনে নেওয়া কঠিন। পরের ম্যাচে আমরা এখন থেকে ইতিবাচক দিকগুলো নেব।
পাকিস্তানের জয় নিয়ে উইলিয়ামসন বলেন, পাকিস্তান আজ ব্যতিক্রমী ক্রিকেট খেলেছে। তারা প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছে। বিশেষ করে ফখর জামান সুন্দর ব্যাটিং করেছে। যে কারণে ফলাফল তাদের পক্ষে গেছে। তবে আমরা যেভাবে শুরু করেছিলাম ৪৫০ রান করতে পারতাম।
৭৯ বলে ১০টি চার আর ২টি ছক্কায় ৯৫ রানের ইনিংস খেলা উইলিয়ামসন আরও বলেন, আমরা অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করার পরও জিততে পারিনি। সেমিফাইনালের স্বপ্ন টিকে রাখতে হলে পাকিস্তানকে আজ জিততেই হতো। তারা সর্বোচ্চ উজার করে দিয়ে সেটি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।