স্পোর্টস ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। ব্রাজিল-আর্জেন্টিনার মতো দল থাকায় আসন্ন বিশ্বকাপে আলাদা নজর থাকবে ফুটবলপ্রেমীদের। ২০ মে আর্জেন্টিনায় শুরু হবে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের যার পর্দা নামবে ১১ জুন। যুব বিশ্বকাপের ইতিহাসে এখন অবধি ফাইনালে দুইবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা, যেখানে একবার করে জেতে দুই দল।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বাধিক সফল দল এবারের আসরের আয়োজক দেশ আর্জেন্টিনা। মোট ছয়বার শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। সর্বশেষ ২০০৭ সালে চেক রিপাবলিককে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে আর্জেন্টিনা। তাদের পরই পাঁচবার যুব বিশ্বকাপ জেতে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সর্বশেষ ২০১১ সালে পর্তুগালকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল তারা।
যুব বিশ্বকাপে ইতিহাসে ১৯৮৩ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। মেক্সিকোতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পুরো আসরজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠে ব্রাজিল-আর্জেন্টিনা। সেবার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম যুব বিশ্বকাপ জেতে ব্রাজিল।
১৯৯৫ সালে কাতারে আয়োজিত যুব বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। সেবার ১৯৮৩ সালের ফাইনাল হারের প্রতিশোধ নেয় আর্জেন্টিনা। ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনার যুবারা। ২০২৩ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও ফাইনালে উঠার সুযোগ রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার সামনে। আর সেটি যদি হয় তাহলে যুব বিশ্বকাপের ফাইনালে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে এই দুই দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।