স্পোর্টস ডেস্ক : ভারতে বিশ্বকাপের পর্দা ওঠার আগে এশিয়া কাপে বৃষ্টির আনাগোনা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিছু ম্যাচ তো মাঠেই গড়ায়নি। ভারতেই হয়েছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। বিশ্বকাপেও আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ে কিনা, সেই দুশ্চিন্তাও ছিল। তবে দুটির বেশি খেলায় বৃষ্টি সেভাবে চোখ রাঙায়নি।
লিগ পর্বে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচে বৃষ্টির দাপট ছিল বেশি। প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে ধর্মশালায় ডাচ ও প্রোটিয়াদের ম্যাচ কমে হয় ৪৩ ওভারের। ওই ম্যাচে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেয়। তারপর বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে রানতাড়ায় নেমে বৃষ্টির বাধায় ডাকওয়ার্থ লুইস মেথডে জিতে যায় পাকিস্তান, বাঁচিয়ে রাখে সেমিফাইনালের আশা। তবে তারা পারেনি শেষ চারে জায়গা করে নিতে। কলকাতার ইডেন গার্ডেন্সেও দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ছিল বৃষ্টির আনাগোনা। তবে ম্যাচে কোনও প্রভাব রাখতে পারেনি। নিয়মমাফিক শেষ হয়েছে খেলা।
বিশ্বকাপ শেষ হচ্ছে রবিবার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবে অনেকের কৌতুহল এই ম্যাচ বৃষ্টির আওতার বাইরে থাকবে কিনা। আবহাওয়ার পূর্বাভাস স্বস্তির খবর দিয়েছে।
খেলার পুরোটা সময়ে আহমেদাবাদে বৃষ্টির কোনও শঙ্কা নেই। মানে নির্ধারিত সময় বেলা ২টায় (স্থানীয় সময়) শুরু হবে খেলা। রৌদ্রোজ্জ্বল থাকবে আকাশ। তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কালো মেঘের কোনও চিহ্ন থাকবে না। মানে বৃষ্টির কোনও লক্ষণ এখনও মেলেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।