আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কানাডার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে রাশিয়াকে গণহত্যার জন্য অভিযুক্ত করে তার বিরুদ্ধে পুরো বিশ্বের সমর্থন প্রত্যাশা করেছেন। এ সময় ইউক্রেনকে অব্যাহত সহায়তার জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।
জেলেনস্কি শুক্রবার অটোয়ায় হাউস অব কমন্সে ভাষণ দেন। সে ভাষণে গণহত্যা অব্যাহত রাখায় রাশিয়াকে ফের তিরস্কার করে তিনি বলেন, বরাবরের মতো মস্কো এখনও ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে আগ্রহী। আর সে জন্য তারা গণহত্যাসহ সব ধরনের নৃশংস ও বর্বর উপায় ব্যবহার করে।
কানাডার পার্লামেন্টে দ্বিতীয়বারের মতো দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দখলদার রাশিয়ানরা ইউক্রেনের সঙ্গে যা করছে, তা এক কথায় গণহত্যা। আমরা তাদের বিরুদ্ধে জিততে চাই। আমরা বিশ্বকে আমাদের সমর্থন করার আহ্বান জানাচ্ছি। কারণ আমরা যে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, তা কোনো সাধারণ সংঘর্ষ নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর বিষয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাওয়া জেলেনস্কি আকস্মিকভাবেই কানাডা সফর করেন। শুক্রবার তিনি কানাডায় পৌঁছালে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে উষ্ণ সংবর্ধনা জানান। পরবর্তী সময়ে বৈঠকে তিনি ইউক্রেনের জন্য বর্ধিত সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পুতিন তার আগ্রাসন শুরু করার পর থেকে কানাডা ইউক্রেনকে প্রায় নয় বিলিয়ন কানাডিয়ান ডলারের সামরিক, আর্থিক ও মানবিক সহায়তা দিয়েছে। ভবিষ্যতেও কানাডা ইউক্রেনের জন্য ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে যাবে বলে জানান ট্রুডো।
কানাডায় আসার আগে জেলেনস্কি ওয়াশিংটন ডিসিতে মার্কিন আইনসভা পরিদর্শন করেন। তবে সেখানে কানাডার বিপরীত অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। কানাডায় যেখানে তিনি সবার উষ্ণ সমর্থন পেয়েছেন, যুক্তরাষ্ট্রে তার বিপরীত ঘটনা ঘটেছে। সেখানে রিপাবলিকান পার্টি ইউক্রেনের পক্ষে সমর্থন কমানোর জন্য চাপ দিচ্ছে। জেলেনস্কি রিপাবলিকানদের নেতা কেভিন ম্যাকার্থিসহ অন্যদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তার সে অনুরোধও প্রত্যাখ্যান করা হয়। কেভিন ম্যাকার্থি এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আমাদের কাছে সময় ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।