বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এমন যদি হত, যে আপনি কারও স্ট্যাটাস দেখলেন, অথচ সেই ব্যক্তি জানতেই পারলেন না। আপনার নাম ‘সিন’-এর লিস্টেই এল না। ভাবছেন সেটা কীভাবে হবে? আসলে এটা করা কিন্তু বেশ সহজ। কীভাবে?
ক্রাশ(অথবা এক্স) WhatsApp স্ট্যাটাস দিয়েছেন। মনে হচ্ছে যেন সেটা আপনাকে ইঙ্গিত করেই দেওয়া। একবার খুলে দেখতে পারলে ভালো হত। কিন্তু তাহলে যে তিনি জেনে যাবেন যে আপনি ‘seen’ করেছেন। সেটা তো লজ্জার ব্যাপার।
হোয়াটসঅ্যাপে কে কে স্ট্যাটাস ভিউ করল তা দেখা যায়। কিন্তু এমন যদি হত, যে আপনি কারও স্ট্যাটাস দেখলেন, অথচ সেই ব্যক্তি জানতেই পারলেন না। আপনার নাম ‘সিন’-এর লিস্টেই এল না। ভাবছেন সেটা কীভাবে হবে? আসলে এটা করা কিন্তু বেশ সহজ। কীভাবে?
এর জন্য প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। WhatsApp-এর উপরের ডানদিকের কোনে এটি পাবেন।
এর পরের যে পেজ খুলবে, তাতে Privacy বলে একটি অপশন আসবে। তাতে ট্যাপ করুন।
এই প্রাইভেসি মধ্যেই পাবেন Read Receipts বলে একটি অপশন। এটি অনেকেই অফ করে রাখেন। এটি অফ করা থাকলে প্রথমত, আপনি কারও মেসেজ সিন করলেও উল্টোদিকের ব্যক্তির কাছে ব্লু টিক পৌঁছবে না। তিনি জানতে পারবেন না আপনি সিন করেছেন কিনা। একই সঙ্গে এর আরেকটি সুবিধার বিষয়ে অনেকেই জানেন না।
সেটি হল, এটি করা থাকলে কেউ জানতে পারবে না যে আপনি তাঁদের স্ট্যাটাস সিন করেছেন কিনা।
এবার চাইলেই চুপি চুপি আপনার পছন্দের বা অপছন্দের মানুষের উপর নজর রাখুন। অপরদিকের ব্যক্তি কিচ্ছুটি টের পাবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।