জুমবাংলা ডেস্ক : ৯ মে থেকে ১১ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
৩০ এপ্রিল, রোববার তিনি জানিয়েছে, ৯ থেকে ১১ মে’র মধ্যে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ১১ থেকে ১৫ মে’র মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হলে নাম হবে ‘মোচা’। এই নামটি দিয়েছে ইয়েমেন।
আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড় মোচা মায়ানমার ও বাংলাদেশের উপকূলে আঘাত হানলে তার সম্ভব্য সময় মে মাসের ১১ থেকে ১৩ তারিখ। তখন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৮০ কিলোমিটার।
এদিকে বাংলাদেশ ও ভারতের উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভব্য সময় মে মাসের ১৩ থেকে ১৫ তারিখ। বাতাসের সম্ভব্য গতিবেগ ১২০ থেকে ১৫০ কিলোমিটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।