সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : রাজধানীর পল্টন এলাকায় সংঘর্ষে নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের (৩৩) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। গ্রামের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার তীব্র নিন্দা ও তাঁর পরিবারের প্রতি শোক জানান।
নিহত পারভেজ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার মণ্ডলের ছেলে। যমুনা নদীতে বসত ভিটা ভেঙ্গে গেলে তাঁর পরিবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে বসতি গড়েন। ফয়েজপুর গ্রামে তাঁর বৃদ্ধ বাবা-মা ও ভাই থাকেন। পারভেজের মুত্যুর খবর পাওয়ার পর থেকেই বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।
পারভেজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান। দৌলতপুর উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা। তাঁরা বলছেন, পারভেজের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এটা অত্যন্ত কষ্টদায়ক।
পুলিশ জানায়, আমিরুল ইসলাম পারভেজ ২০০৯ সালে পুলিশ কনস্টেবল হিসেবে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে যোগ দেন। ২০১২ সালে তিনি বিয়ে করেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে ঢাকায়ই থাকেন। তাঁদের ঘরে পাঁচ বছর বয়সী তানহা ইসলাম নামের এক মেয়ে রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্যা জানান, রবিবার বাদ আছর দৌলতপুর সরকারি হাইস্কুল মাঠে আমিরুল ইসলাম পারভেজের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং পারভেজের মরদেহ দৌলতপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।