আইপিএলে না গিয়ে যেখানে খেলবেন সাকিব!

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের আইপিএল ইস্যুতে কম জলঘোলা হয়নি। তবে সর্বশেষ খবর, চলতি আইপিএলে খেলছেন না এই অভিজ্ঞ অলরাউন্ডার। আইপিএলের ১৬তম আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। কারণ কলকাতা নাইট রাইডার্স পুরো আসরের জন্য তাকে চেয়েছিল। তবে এই শর্তে এনওসি না পাওয়ায় এবার নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

আইপিএলে না যাওয়ায় এই সময়ে সাকিব খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। চলতি মৌসুমে সাকিব খেলছেন মোহামেডানের হয়ে। দলটির শীর্ষ কর্তা এ,জি, এম সাব্বির দেশের এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাকিবের মোহামেডানে হয়ে খেলার বিষয়টি।

সাব্বির এ সময়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা যেটা কথা বলে জানতে পেরেছি ইনশাআল্লাহ মোহামেডানে খেলবে সাকিব। আমাদের একটা ম্যাচ আছে আগামীকাল অগ্রণী ব্যাংকের বিপক্ষে এ ম্যাচে আমরা সাকিবকে পাবো না কারণ টেস্ট ম্যাচ থাকায়। তারপরে অবশ্যই ৮ তারিখ ইনশাআল্লাহ সাকিব খেলবে এ ম্যাচটা।’

‘৮ তারিখের ম্যাচের পর থেকে মোটামুটি আশা করতেছি এরপর যে ম্যাচগুলো থাকবে সাকিব মোহামেডানে খেলবে ইনশাআল্লাহ। মোহামেডানের জন্য থাকবে এটুকু সাকিবের সাথে কথা হয়েছে।’- তিনি আরও যোগ করেন।

আইপিএল থেকে সাকিবের নাম প্রত্যাহার