স্পোর্টস ডেস্ক: আর কয়েক মাস পরে ভারতের মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। এই বিশ্বকাপে কোন দল ফেভারিট? জানালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ঘরের মাঠে ভারতকে ভাল কিছু করতে হলে আগে প্রত্যাশার চাপ সামলাতে হবে বলে মনে করেন কপিল দেব।
প্রথম বিশ্বকাপ জয় যে কিংবদন্তি ভারত অধিনায়কের হাত ধরে এসেছিল, সেই কপিল মঙ্গলবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের বলেন, ‘‘আমি জানি না, বিশ্বকাপে কী ঘটতে চলেছে। ভারতের দল নির্বাচন তো এখনও হয়নি। শুধু এইটুকু জানি, ঘরের মাঠে ভারত বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবেই নামবে। বহু বছর ধরে সেটাই হয়ে আসছে।’’
৫ অক্টোবর থেকে ভারতে বসছে বিশ্বকাপের আসর। ঘরের মাঠে, সেই ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কপিল মনে করেন, চাপ সামলানোটা বড় পরীক্ষা হবে ভারতের। প্রাক্তন অলরাউন্ডার কপিল আরও বলেছেন, ‘‘সব কিছু নির্ভর করবে একটা ব্যাপারের উপরে। সেটা হল, সব দিক থেকে আসা প্রত্যাশা কী ভাবে সামলায় দলটা।’’
কপিল আরও বলেছেন, ‘‘ঘরের মাঠে আমরা একবার বিশ্বকাপ জিতেছি। আমি নিশ্চিত, যারা দলে সুযোগ পাবে, তাদের ক্ষমতা থাকবে ভারতকে আরও এক বার বিশ্বকাপ এনে দেওয়ার। চার বছর অন্তর বিশ্বকাপ ফিরে আসে। আশা করব, ভারতীয় ক্রিকেটাররা তৈরি থাকবে নিজেদের সেরাটা দেওয়ার জন্য।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।