জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে খুন হয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তবে তার মরদেহ এখনো মেলেনি।
ধারণা করা হচ্ছে হত্যার পর তার মরদেহ খণ্ডবিখণ্ড করে ট্রলিতে করে নিয়ে এসে গাড়িতে করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে হত্যার আগে এমপি আনারকে বহনকারী একটি গাড়ি জব্দ করা হয়েছে। বুধবার গাড়িটি উদ্ধার করে পশ্চিবঙ্গের নিউটাউন থানা পুলিশ। গাড়িটির নম্বর ডব্লিউবি ১৮এএ৫৪৭৩। গাড়ির মালিক গাড়িটি ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিলেন। গাড়ির মালিকও নিউটাউন থানায় রয়েছেন।
বর্তমানে থানার সামনে গাড়ির ভেতর থেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে একাধিক ফিঙ্গারপ্রিন্ট মিলেছে, ফটোগ্রাফিসহ সব আলামত সংগ্রহ করা হয়েছে। এগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে জানিয়েছে সূত্রটি।
এমপি আনারের ওই গাড়িটি ব্যবহারের সিসিটিভি ফুটেজও গণমাধ্যমের হাতে এসেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের সামনে এমপি আনার ও তার এক সঙ্গী কারও জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে তাদের সামনে সুজুকির লালরঙের একটি সুইফট মডেলের কার এসে থামে। পরে গাড়ি থেকে আরেকজন ব্যক্তি নেমে এসে আনারের সঙ্গে কথা বলেন। পরে তিন জনই গাড়িটিতে করে চলে যান। অপর একটি ফুটেজে ওই গাড়িটিকে সড়ক ধরে চলে যেতে দেখা যায়।
এদিকে অপর এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে জানা গেছে, এমপি আনারকে যে সঞ্জিভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয়, সেখানে তিনি ছাড়াও আরও তিন জন ঢুকেছিলেন। তারমধ্যে একজন নারীও ছিলেন। এই তিনজনকে আবার প্রায় আড়াই ঘণ্টা পর বেরিয়েও যেতে দেখা যায়। এছাড়া ওই ফ্ল্যাটে ঢোকার জন্য তড়িঘড়ি করে একটি গাড়িও কয়েকবার আসা-যাওয়া করে।
এ অবস্থায় পশ্চিমবঙ্গের আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের কাছে ক্লু আছে যে কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের ৫৬বিইউ ফ্ল্যাটের ভেতরেই বাংলাদেশের এমপিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।