স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কুরাসাও’র বিপক্ষে আর্জেন্টিনা জার্সিতে শততম গোলের মাইলফলকের দিনে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। তাতে আবারও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এলএমটেনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে।
গোলসংখ্যা, হ্যাটট্রিক, ব্যালন ডি’অর জেতা, ক্লাব ও দেশের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা- এমন অনেক ক্ষেত্রেই রোনালদোর সঙ্গে মেসির প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলে উপভোগ্য দুই মহাতারকার ধ্রুপদী লড়াই।
রেকর্ড বইয়ের পাতায় বারবার রোনালদো-মেসির নাম লিখতে হয় ব্যতিব্যস্ত হয়ে। কে কতবার হ্যাটট্রিক করেছেন, তা নিয়েও চলে বিস্তর আলোচনা।
ক্লাব ও জাতীয় দল মিলে এপর্যন্ত রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা ৬২। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে বর্তমানে খেলা পর্তুগিজ মহাতারকা ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের নজির গড়েছেন। সিআর সেভেনের চেয়ে খুব একটা পিছিয়ে নেই মেসি। ৩৫ বর্ষী আর্জেন্টাইন মহাতারকা ৫৭টি হ্যাটট্রিকের মালিক।
যৌথভাবে তৃতীয় অবস্থানে থাকা পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি এবং উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ ২৯টি করে হ্যাটট্রিক করেছেন।
অবসরে চলে যাওয়া জার্মানির মারিও গোমেজ ও আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো ১৮টি হ্যাটট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন। সমান সংখ্যক হ্যাটট্রিক করে গোমেজ-আগুয়েরোর সঙ্গেই আছেন ম্যানচেস্টার সিটির নরওয়ে সেনসেশন আর্লিং হালান্ড।
বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে চলা জ্লাতান ইব্রাহিমোভিচ সম্প্রতি ৪১ বছর বয়সেও জাতীয় দলের জার্সি চড়িয়ে ফের আলোচনায় এসেছেন। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে চার দশকে গোল করার রেকর্ডধারী সুইডিশ ফুটবলার ১৭ বার হ্যাটট্রিক করেছেন।
টটেনহ্যাম হটস্পারের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ১৫টি হ্যাটট্রিক করেছেন। ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কাইলিয়ান এমবাপের নামের পাশে আছে ১৪টি হ্যাটট্রিক।
ফুটবলের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে যে রেকর্ড শুধুই মেসির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।