স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই স্থায়ী অধিনায়কত্ব বুঝে পেয়েছেন রোহিত শর্মা। নিজের ব্যাটে রান না থাকলেও অধিনায়ক হিসেবে শুরুটাও হয়েছে দারুণ। রোহিতের দায়িত্ব শুরু হতে না হতেই জল্পনা শুরু হয়েছে তার উত্তরসূরিকে ঘিরে! এখন রোহিতের বয়স ৩৪। ফলে তিনি কতদিন টেস্ট দলকে নেতৃত্ব দিতে পারবেন, তা নিয়েও জল্পনা আছে।
এই পরিস্থিতিতে সাবেক অল-রাউন্ডার যুবরাজ সিং বলেছেন, লাল বলের ভবিষ্যতের অধিনায়ক হিসাবে ঋষভ পন্থকেই তৈরি করা উচিত নির্বাচকদের।
ভারতীয় দলের নেতৃত্ব প্রসঙ্গে যুববার বলেছেন, ‘কাউকে তৈরি রাখা খুব প্রয়োজন। এর আগে খুবই অপ্রত্যাশিতভাবে ধোনিকে দায়িত্ব দিয়েছিলেন নির্বাচকরা। একজন উইকেটকিপারই ম্যাচ সম্পর্কে সবচেয়ে ভালো চিন্তা ভাবনা করতে পারে। কারণ পুরো মাঠ নিজের চোখের সামনে দেখতে পায় সে। ইতিমধ্যেই ৪টি সেঞ্চুরি করে ফেলেছে পন্থ। আমি মনে করি, সে উইকেটকিপার-ব্যাটার হিসাবে একজন কিংবদন্তি হয়ে উঠতে পারে। ‘
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ। একজন তরুণ ক্রিকেটারকে তৈরি করার বিষয়ে যুবরাজ বলেছেন, ‘দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে আশ্চর্য রকমের সাফল্য আশা করা উচিত নয়। অন্ততপক্ষে এক বছর সময় দেওয়া দরকার নতুন অধিনায়ককে। ওই বয়সে আমিও অপরিণত ছিলাম। বিরাটও যখন ওই বয়সে অধিনায়ক হয়েছিল, তখন অপরিণত ছিল। কিন্তু ঋষভ সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হচ্ছে। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।