স্পোর্টস ডেস্ক : কদিন পরেই ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে ক্ষণগণনা। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি আর ভেন্যুও প্রকাশ করেছে আইসিসি আর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এদিকে, বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা শুরু করেছেন বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনা আর ভবিষ্যদ্বাণী জানাতে। চ্যাম্পিয়ন, রানার্স-আপ, সেমিফাইনালিস্ট বা ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও নিজেদের ভাবনার কথা জানাচ্ছেন অনেকে।
এবার আসন্ন টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যতদ্বাণী করলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও কিংবিদন্তি ক্রিস গেইল।
বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে এবারের বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট হিসেবে দেখছেন বলে জানিয়েছেন গেইল।
এসময় গেইল বলেন, ‘ভারত-পাকিস্তান যখন মুখোমুখি হয়, বিশেষ করে বিশ্বকাপে; তখন রাজস্ব বহুগুণ বেড়ে যায়। এই একটা ম্যাচই আইসিসির পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। সম্প্রচারকারী টিভি চ্যানেলগুলোও অনেক লাভবান হয়। তাই এ ধরনের ম্যাচে পাকিস্তান ও ভারতের খেলোয়াড়দের আরও বেশি টাকা দাবি করা উচিত।’
বিশ্বকাপে সেমিফাইনালে কারা খেলবে, তার ভবিষ্যদ্বাণীতে ইউনিভার্স বস খ্যাত গেইল বলেন, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।