অলিম্পিকে সবচয়ে বেশি পদক জিতলেন যারা

অলিম্পিকের মনোমুগ্ধকর জিমন্যাস্টিকস

স্পোর্টস ডেস্ক : শেষ হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। পুল থেকে ম্যাট, রিঙ থেকে কোর্ট টানটান উত্তেজনার একাধিক লড়াইয়ের সাক্ষী হয়েছে প্রেমের শহর প্যারিস। প্রায় ৩৫০’র কাছাকাছি পদক জিতেছেন বিভিন্ন ক্রীড়া বিভাগের অ্যাথলেটরা। কাউকে একটি পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে, আবার কেউ জিতেছেন একাধিক পদক। গেমসের শেষে দেখে নেওয়া যাক সর্বাধিক পদক জিতলেন কোন কোন অ্যাথলেট।

অলিম্পিকের মনোমুগ্ধকর জিমন্যাস্টিকস
অলিম্পিকের মনোমুগ্ধকর জিমন্যাস্টিকস

১. ঝ্যাঙ্গ ইউফেই: চিনের এই সাঁতারু প্যারিস অলিম্পিকে ৬টি পদক পেয়েছেন। যার মধ্যে আছে পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রূপা। মিক্সড ৪x১০০ মিটার মেডলি রিলেতে তিনি রূপা জেতেন। এছাড়া ৫০ মিটার ফ্রিস্টাইল,১০০ মিটার এবং ২০০ মিটার বাটারফ্লাই, ৪x১০০ ফ্রিস্টাইল রিলেতে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। সব মিলিয়ে তার অলিম্পিক পদকসংখ্যা ১০ টি।

২. লিওঁ মারশা: ফরাসি এই সাঁতারু এবারের গেমসে মোট ৫টি পদক জিতেছেন। যার মধ্যে আছে ৪টি সোনার পদক এবং একটি ব্রোঞ্জ। ফরাসি এই তারকা প্যারিসের সুইমিং পুলে রীতিমতো ঝড় তুলেছেন। ২০০ মিটার বাটারফ্লাই, ব্রেস্ট স্ট্রোক, মেডলি ডাবল এবং ৪০০ মিটার মেডলি ডাবলে সোনা জিতে নিয়েছেন। ৪x১০০ মিটার মেডলি রিলেতে পেয়েছেন ব্রোঞ্জ। মাইকেল ফেলপসের পরে প্রথম সাঁতারু হিসেবে অলিম্পিকের এক আসরে সাঁতারে চারটি সোনা জয়ের রেকর্ড এখন তার।

৩. টোরি হাসকে: মার্কিন সাঁতারু টোরি এবার ৫টি পদক পেয়েছেন। যার মধ্যে আছে ৩টি সোনা এবং ২টি রূপা। ৪x১০০ মিটার মিক্সড মেডলি রিলেতে তিনি রেকর্ড গড়ে সোনা জিতেছেন। ৪x১০০ মিটার মেডলি রিলেতে এবং ১০০ মিটার বাটারফ্লাইতেও জিতেছেন সোনা। প্যারিস গেমসের ইতিহাসে সবচেয়ে সফল নারী সাঁতারু তিনি।

৪. মলি ও’ক্যালাগান: অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে সফল সাঁতারু হিসেবে প্যারিসে গিয়েছিলেন মলি ও’ক্যালাগান। জিতেছেন ৫টি পদক, যার মধ্যে ৩টি সোনা, ১টি রূপা এবং ১টি ব্রোঞ্জ। মেয়েদের ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলে, ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলে,মেয়েদের ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে তিনি সোনা জিতেছেন।

৫. রেগান স্মিথ: দুই বারের অলিম্পিক চ্যাম্পিয়ন স্মিথ এবারেও ছিলেন‌ দারুণ ফর্মে। জিতেছেন ৫টি পদক। যার মধ্যে ২টি সোনা এবং ৩টি রূপা। মেয়েদের ৪x১০০ মিটার মেডলি রিলে আর ৪x১০০ মিটার মিক্সড রিলেতে তিনি সোনা জিতেছেন।

সাকিবকে নিয়েই পাকিস্তান সফর

৬. কাইলি ম্যাকনিওন: অস্ট্রেলিয়ার প্রথম অ্যাথলেট হিসেবে সব অলিম্পিক গেমসে ৪টি সোনা জয়ের রেকর্ড গড়েছেন ম্যাকনিওন। এবারের আসরে তিনি ২টি সোনা, ২টি রূপা এবং ১টি ব্রোঞ্জ জিতেছেন। ২৩ বছর বয়সী এই অ্যাথলেট মেয়েদের বিভাগে ১০০ এবং ২০০ মিটার বিভাগে ব্যাকস্ট্রোকে সোনা ধরে রাখতে সমর্থ হয়েছেন।