সাইফুল ইসলাম : বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ)-এ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীতশীল্পি ও মানিগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই ফেসবুক পোস্টে তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ সাবেক নেতাকে উদ্দেশ্য করে লেখেন- `এই সয়তানের বাচ্চা যখন পার্টির দায়িত্বে ছিলো তখনও হাতে পায়ে ধরেও কখনও হরিরামপুর নিতে পারিনাই, আর এখন ওর বাপের পিছনে পিছনে তিন নম্বর ছাগলের বাচ্চা হয়ে ঘুরে বেড়ায়।’
তবে যাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন তোর লেখেননি মমতাজ বেগম এমপি।
তার পোস্টকে ঘিরে জেলা-উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুহুর্তেই ভাইরাল হওয়া ওই পোস্টে বিভিন্ন ধরনের কমেন্ট করেন নেতাকর্মীরা।
সুমন রেজা নামের একজন লেখেছেন, ‘এদের পতন হবে বেশিদিন নাই আপা। শুধু সময়ের অপেক্ষা।’
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান লেখেন, ‘শয়তান এর বাচ্চার কাজ আর কি।’
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা কমেন্টে লেখেন, “শয়তানের বাচ্চা, আর তার বাপ (বড় শয়তান) এদেরকে পিটানি দিতে হইব আপা। মাইরের ওপরে ওষুধ নাই। শয়তান কখনও মানুষের ভালো চায় না। এটা সৃষ্টির শুরু থেকেই হয়ে আসছে। আর প্রকৃত মানুষ কখনও টাকার কাছে বিক্রি হয় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।