স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি নয়, জো রুটকে সর্বকালের একজন সেরা ব্যাটার বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
লর্ডসে শতরান করে ইংল্যান্ডকে জয় এনে দেন জোসেফ অ্যাডওয়ার্ড রুট। তার পরেই ইংল্যান্ডের সাবেক অধিনায়কের প্রশংসা করেন সৌরভ। টুইট করে জানান, রুটের খেলা দেখে তিনি মুগ্ধ।
ইংল্যান্ডের জয়ের কিছুক্ষণ পর টুইট করেন সৌরভ। লেখেন, ‘জো রুট.. অসাধারণ ক্রিকেটার। চাপের মধ্যেও অসাধারণ ইনিংস খেলেন.. সর্বকালীন সেরাদের মধ্যে তিনি একজন।’
ক্রিকেটের বর্তমান সময়ের সেরা চার ব্যাটারের মধ্যে ধরা হয় বিরাট কোহলি ও জো রুটকে। কয়েক বছর আগে পর্যন্ত সবার থেকে এগিয়ে ছিলেন কোহলি। কিন্তু ২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে ছবিটা বদলে যায়। কোহলির ফর্ম খারাপ হয়েছে। এ সময় অনেকটা এগিয়ে যান রুট।
২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্টে শতরান করেন কোহলি। তারপর থেকে ১৭টি টেস্ট খেলে মোট ৮৪১ রান করেছেন তিনি। মাত্র ছয়টি অর্ধ শতরান আসে তার ব্যাট থেকে।
অন্যদিকে, ২০১৯ সালের ২২ নভেম্বরের পর থেকে মোট ৩১টি টেস্ট খেলেছেন রুট। করেছেন ২৯৫৯ রান। ৩১টি টেস্টে আটটি অর্ধ শতরান ও ১০টি শতরান করেছেন রুট। তার মধ্যে তিনটি দ্বিশতরান রয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।