কেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ‌‘প্রফেসর’ হাফিজ?

‘প্রফেসর’ হাফিজ

স্পোর্টস ডেস্ক : তাকে অনেকেই ডাকেন প্রফেসর নামে। এবার সেই প্রফেসর মোহাম্মদ হাফিজই ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ে। করাচি বিশ্ববিদ্যালয়ে হেলথ ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্টস সায়েন্স প্রোগ্রামে ভর্তি হয়েছেন তিনি।

‘প্রফেসর’ হাফিজ

ক্রিকেট খেলার কারণে পড়ালেখার পাঠ চুকাতে পারেননি হাফিজ। তাই সেই অসমাপ্ত কাজ শেষ করার মিশনে নেমেছেন তিনি।

১৯৮০ সালে পাঞ্জাবে জন্ম হাফিজের। পাকিস্তান দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০০৩ সালে। সব মিলিয়ে পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টি খেলেছেন। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন হাফিজ।

সূত্র: জিও সুপার