লাইফস্টাইল ডেস্ক : শীতকালে ত্বকের যেমন বিভিন্ন সমস্যা দেখা দেয়, ঠিক তেমনি সমস্যা দেখা দেয় চুলেও। দেখা যায়, শীত পড়লেই চুল শুষ্ক হয়ে যাওয়া, খুশকির মতো সমস্যা বাড়তে থাকে। সেই সঙ্গে অনেকেরই শীতকালে অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দেয়।
ফুরফুরে এই মৌসুমে তাই হাজার সাজগোজের পরও যেন কোথাও রূপ খেলে না। সেই কোমল, ঝলমলে চুল যে আবার কী করে ফিরে পাওয়া যাবে, তা নিয়েই চলে ভাবনাচিন্তা। এই সমস্যা সমাধান করতে চাইলে আগে জানতে হবে কি কারণে শীতকালে অতিরিক্ত চুল পড়ে? মূল কারণ জেনে সেই কাজগুলো এড়িয়ে চললেই মিটতে পারে এই সমস্যা। চলুন তবে জেনে নেয়া যাক শীতকালে চুল কোমল ও মসৃণ রাখতে চাইলে কী কী করবেন না-
>> এ সময়ে গরম জলে স্নান করার অভ্যাস অনেকেরই থাকে। কিন্তু অতিরিক্ত গরম জলে মাথা না ধোয়াই ভালো। তাতে রুক্ষ হয়ে যেতে পারে চুল। কারণ গরম জল চুল থেকে তেল শুষে নেয়। তাতেই চলে যায় চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য।
>> শীতকালে শ্যাম্পু করেই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো ভুল। এটিও সমস্যার কারণ হতে পারে। নিয়মিত চুলে তাপ দিলে তা রুক্ষ তো হয়েই যায়, সঙ্গে বাড়তে পারে চুল পড়ার সমস্যা। চুলের ডগা ফেটে যেতে পারে। তালু শুষ্ক হয়ে যেতে পারে। খুশকির সমস্যাও বাড়তে পারে।
>> ভেজা চুলে বাইরে বেড়িয়ে পড়েন কি? এটিও ডেকে আনতে পারে নানা সমস্যা। ভেজা চুলে ঠাণ্ডা হাওয়া লাগলে চুল শুকাতে চায় না। জল বসে যেতে পারে মাথায়। তাতে ঠাণ্ডা লেগে সর্দি-কাশি তো হতেই পারে, সঙ্গে খারাপ হয়ে যেতে পারে চুলের মানও। দিনের পর দিন এভাবে জল বসতে থাকলে শুষ্ক হয়ে গিয়ে চুল পড়তে শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।