স্পোর্টস ডেস্ক : পুরুষদের বিশ্বকাপ ফুটবল আয়োজনের পর এবার ব্রাজিল নারীদের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। ২০১৮ সালে পুরুষ বিশ্বকাপের আয়োজক দেশটি এবার ২০২৭ সালের নারী বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ব্রাজিল সর্বাধিক ভোট পেয়ে আয়োজক নির্বাচিত হয়েছে। বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানিকে হারিয়ে তারা আয়োজকের দায়িত্ব পেয়েছে। ইউরোপিয়ান দেশ তিনটি যৌথ আয়োজক হওয়ার আবেদন করেছিল।
আয়োজক নির্বাচনের ভোটাভুটিতে ব্রাজিল ১১৯ ভোট পেয়েছে। অন্যদিকে যৌথ আয়োজক দেশ ৭৮ ভোট পেয়েছে।
আয়োজক হওয়ার জন্য শুরুতে একক ও যৌথভাবে চারটি আবেদন পড়েছিল। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা গত নভেম্বরে নিজেদেরকে সরিয়ে নেয়। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে আবেদন করেছিল। তারা গত মাসে সরে দাঁড়ায়।
ইরাকের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন আর্জেন্টিনা কোচ মাচেরানো
এবারই প্রথমবারের মতো ফিফা সদস্য দেশগুলো নারী বিশ্বকাপ ফুটবলের আয়োজক নির্বাচন করলো। এর আগে ফিফা কাউন্সিলে গভর্নিং বডি আয়োজক নির্বাচন করতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।