স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড নারী দলকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড নারী দল। এই ম্যাচে দুই-দুইটি বিশ্বরেকর্ড গড়েছেন ইংলিশ নারী ক্রিকেটার চার্লি ডিন।
ম্যাচে আগে ব্যাট করে ২০৭ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। বল হাতে ইংল্যান্ডের হয়ে ৫৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ডিন। এই ৩ উইকেটের ফলে ওয়ানডেতে ডিনের উইকেটসংখ্যা এখন ৫১। মেয়েদের ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ডিন। ২৬তম ম্যাচে এসে ৫০তম উইকেটের দেখা পেয়েছেন ডিন। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার লিন ফুলস্টোনের দখলে। ১৯৮৭ সালে ২৭তম ম্যাচে ৫০তম ওয়ানডে উইকেট শিকার করেছিলেন ফুলস্টোন। ২৭ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন চার্লি ডিন।
রেকর্ড হয়েছে ব্যাটিংয়েও। কিউই মেয়েদের ২০৭ রানের জবাব দিতে নেমে ৭৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সেখানে এমি জোন্সের সাথে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ডিন। মেয়েদের ওয়ানডেতে ৭ম উইকেট বা তার নিচে সর্বোচ্চ জুটির রেকর্ড এটি। ডিন–জোন্স জুটি ভেঙেছেন ২০২২ বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচে সপ্তম উইকেটে দুই ভারতীয় স্নেহ রানা ও পুজা বস্ত্রকারের গড়া ১২২ রানের জুটির রেকর্ড।
এছাড়া ইংল্যান্ডের ছেলে ও মেয়েদের দল মিলিয়ে দ্রুততম ৫০ ওয়ানডে উইকেটের রেকর্ডটাও এখন ডিনের দখলে। ছেলেদের মধ্যে দ্রুততম সময়ে ৫০তম ওয়ানডে উইকেটের দেখা পেয়েছিলেন জেমস অ্যান্ডারসন। ২০০৪ সালে নিজের ৩১তম ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন অ্যান্ডারসন। এবার ২৬তম ওয়ানডেতে ৫০ উইকেট তুলে রেকর্ডটা নিজের করে নিলেন চার্লি ডিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।