আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশসহ এশিয়ার অধিকাংশ দেশে মুসলমানরা রোজা রাখেন ১২ থেকে ১৩ ঘণ্টা পর্যন্ত। সাধারণত সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যস্ত রোজা পালন তথা পানাহারসহ বেশ কিছু কাজ থেকে বিরত থাকতে হয়।
তবে পৃথিবীর বেশ কয়েকটি দেশ রয়েছে, যেগুলোতে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এশিয়ার দেশগুলোর তুলনায় অনেক বেশি।
ফলে ওই সব দেশের মুসলমানদের ১৫-২০ ঘণ্টার পর্যন্তও রোজা রাখতে হয়।
এ বছর বাংলাদেশের মানুষ প্রথম রোজা রেখেছে প্রায় ১৩ ঘণ্টা দীর্ঘ ধরে। যার অর্থ একটি দিনের প্রায় অর্ধেক সময়ই আল্লাহর নির্দেশ অনুযায়ী আহার গ্রহণ থেকে বিরত থাকছে এখানকার মানুষ।
তবে স্কেন্ডেনেভিয়ার দেশ সুইডেনের কিরুনার মানুষ ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবে। সেখানে সূর্য খুবই অল্প সময়ের জন্য দিগন্তের নিচে যায়।
সুইডেনের কিরুনার মতো নরওয়ের মানুষও ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবে। অন্যদিকে ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির মুসল্লিরা এ বছর ১৯ ঘণ্টা ৯ মিনিট রোজা রাখবেন।
পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে। আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না।
তাই বিশ্বের মুসল্লিরা ভিন্ন ভিন্ন সময়, কেউ কেউ ১৭-১৮ ঘণ্টা। আবার কেউ কেউ ১০ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি রোজা রাখেন।
পৃথিবী এমন কিছু দেশও আছে, যেখানে সূর্যোদয় হয় না। সেসব দেশের মানুষকে মক্কার সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখতে বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।