আন্তর্জাতিক ডেস্ক : আকারে ছোট প্রজাতির এক কুকুর, নাম চিহুয়াহুয়া টোবিকিথ। বর্তমানে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটিই বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর। বিশ্বরেকর্ডের এ শিরোপা মাঝে অবশ্য হাতছাড়া হয়ে যায় টোবিকিথের। টয় ফক্স টেরিয়ার পেবলস নামে এক কুকুরের কাছে তার হার হয়েছিল গত বছর।
২০২১ সালে এপ্রিলে সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে গিনেস বুকে নাম ওঠে চিহুয়াহুয়া টোবিকিথের। কিন্তু এ বছর সবচেয়ে বয়স্ক কুকুরের তালিকায় শীর্ষে ছিল পেবলসের নাম। তবে অক্টোবরের শুরুতে ওই কুকুরের মৃত্যু হলে ফের বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের শিরোপা ওঠে টোবিকিথের মাথায়।
বয়স্ক কুকুরের খেতাব জেতা কুকুর টোবিকিথের মালিকের নাম ফ্লোরিডার জিসেলা শোর। এক বয়স্ক দম্পতি কুকুরছানাটির দায়িত্ব না নিতে পেরে জিসেলার হাতে টোবিকিথকে দিয়ে যান।
সেই থেকে জিসেলা দীর্ঘ ২১ বছর ধরে লালনপালন করে আসছে টোবিকিথের। টোবিকিথের আগের মালিকের ক্যানসার ধরা পড়ায় সঠিকভাবে যত্নের অভাব হচ্ছিল ওর। তাই আগের মালিক কুকুরটির দায়িত্ব দিয়ে যান জিসেলাকে।
বাড়ির উঠানে হারিয়ানভি গানের তালে উদ্দাম ড্যান্স দিলো সুন্দরী যুবতী
জিসেলা আরও জানান, কুকুরছানাটির নাম কিন্তু টোবিকিথ ছিল না। আগের মালিক প্রথমে ওর নাম রেখেছিল পিনাট বাটার। পরে তিনি ওর নাম পরিবর্তন করে রাখেন টোবিকিথ। আর এই নামেই এখন বিশ্বে পরিচিতি পাচ্ছে সবচেয়ে বয়স্ক ২১ বছর বয়সী কুকুর চিহুয়াহুয়া টোবিকিথ।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।