স্পোর্টস ডেস্ক : গেলো শেষ দুই বছর ধরে লিওনেল মেসি ও আর্জেন্টিনা যে ফর্মে আছে তাতে তারা যে বিশ্বকাপে হট ফেভারিট তা বলাই বাহুল্য। এর ছাপ স্পষ্ট দেখা যায় কাতার বিশ্বকাপের টিকিটের চাহিদাতেও। পুরো আসরে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি আলবিসেলেস্তেদের দুই ম্যাচের, এমনটাই জানালেন কাতার আয়োজক কমিটির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা নাসের আল খাতের।
আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২৬ নভেম্বর খেলবে কনকাকাফ অঞ্চলের দল মেক্সিকোর বিরুদ্ধে। সেই ম্যাচের টিকিট চাহিদা সবচেয়ে বেশি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চাহিদা আর্জেন্টিনার প্রথম ম্যাচ নিয়ে। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবেন মেসিরা।
দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে আল লুসাইল স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৮০ হাজার। এমনিকি এই মাঠেই ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। টিকিটের চাহীদা সম্পর্কে জানালেও কত সংখ্যক লোক এই দুই ম্যাচের টিকিট চাইছেন সেটা জানাননি কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির এই কর্মকর্তা। যদিও বছরের শুরুতে অনলাইন বিক্রি যখন শুরু হয়, তখনই আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছিল। এতেই ধারণা করা যায় চাহিদা কতটা তুঙ্গে।
সম্প্রতি ফিফা জানায় যে ইতোমধ্যে বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। আল খাতেরের আশা, মরুর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ দারুণ একটা উৎসবেই পরিণত হতে চলেছে। বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি হবে ৩২ লাখ। যার প্রায় ১০ লাখ টিকিট যাচ্ছে পৃষ্ঠপোষক ও ফিফা পার্টনারদের কাছে।
আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের চাহিদা বেশি হওয়ারই কথা। কারণ টিকিট কেনার দিক থেকে এগিয়ে আছে এই দুই দেশের দর্শকই। টিকিট বিক্রির চাহিদায় শীর্ষ দশ দেশের বাকি দেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, ব্রাজিল আর জার্মানি।
কাতার জানিয়েছে বিশ্বকাপের জন্য তারা ১২ লাখেরও বেশি পর্যটক আশা করছে। ৩২ দলের সর্বশেষ এই বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ২০ নভেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।