সিমেন্টের ব্যাগের জার্সি গায়ে বিশ্বকাপ আনন্দে নাচছে উগান্ডার শিশুরা

বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের নভেম্বরে শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের এই বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি পূর্ব আফ্রিকার দল উগান্ডা। তবে এবার নয়, কখনোই বিশ্বকাপের মঞ্চ সুযোগ পায়নি দেশটির ফুটবল দল। অংশ নিতে না পারলেই বা কী, ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে গেছে দেশটিতেও।

উগান্ডার শিশুদের বিশ্বকাপ নিয়ে উন্মাদনার একটি ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। যেই ভিডিওতে দেখা যায়, উগান্ডার একদল শিশু খোলা মাঠে ২০২২ কাতার বিশ্বকাপের আদলে আনন্দ উৎসব করছে। যাদের সবার গায়ে জার্সি হিসেবে রয়েছে সিমেন্টের ব্যাগ।

ভিডিওতে দেখা যায়, আরবীয় পোশাক গায়ে দুই শিশু ‘ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার’ লেখা একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে। যাদের পেছনে সিমেন্টের ব্যাগের সাদা এবং নীল জার্সিধারী দুটি ভিন্ন দল।

শিশুদের দুটি দলই রেফারির নেতৃত্বে মাঠে নেমেছে। আর মাঠে নেমেই বল নিয়ে কারিকুরি করছে এবং আনন্দে নাচছে বাচ্চারা। এই সময় ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছিল ২০২২ কাতার বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’। গানটির তালে তালে নিজেদের উন্মাদনা প্রকাশ করছিল উগান্ডার এই শিশুরা।

উগান্ডার বাচ্চাদের নিয়ে ভিডিও কন্টেন্ট নির্মাণ করা ‘ট্রিপলেট গেট্টো কিডস’ নামক পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘আমরা আশা করি, আমাদের স্বপ্ন একদিন সত্যি হয়ে ধরা দিবে। কাতারের ২০২২ ফিফা বিশ্বকাপের দুর্দান্ত উদ্বোধনে। হ্যাপি ফুটবল ড্যান্স।’

বিশ্ব ফুটবল র‍্যাংকিংয়ে এই মুহুর্তে উগান্ডার অবস্থান ৮৬ তে। দেশটির নারী ফুটবল দলের অবস্থান ১৫৭তে। ফলে সহসাই দেশটির ফুটবলের এই বৈশ্বিক আসরে খেলা হবে কি না, সময় দিবে সেই উত্তর।

তবে উগান্ডার এই স্বপ্নবাজ শিশুদের পায়ে ভর করেই হয়ত প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে অংশ নেওয়ার সেই অধরা স্বপ্ন সত্যি হয়েই ধরা দিবে দেশটির সবার জন্যই।

একাই করেছেন ৫ গোল, মেসির সামনে রইলো আর মাত্র তিনজন ফুটবলার