Advertisement
  
  আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর সবচেয়ে ওজনদার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিল ৪ কেজি ২৪৫ গ্রাম ওজনের এই আমটি। রেকর্ডটি হয়েছে ২০২১ সালের এপ্রিল মাসে।

এর আগে সবচেয়ে বড় আমটি ফলেছিল ২০০৯ সালে, ফিলিপাইনে। সেটির ওজন ছিল ৩ কেজি ৪৩৫ গ্রাম। নতুন রেকর্ডধারী এই আম ফলিয়েছিলেন কলম্বিয়ার দুই কৃষক রিনা মারিয়া ম্যারোকুইন- জার্মান অরল্যান্ডো নোভোয়া ব্যারেরা।
বেশকিছু আমের পাশে রেকর্ডধারী আমটি রেখে এর চোখের পরিমাপ করে বোঝা যায় কত বড় সেটি! কলম্বিয়ায় সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে আম চাষ হয় না।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য মাপজোখ শেষে রিনা ও জার্মান সবাইকে নিয়ে কেটেকুটে আমটা আবার খেয়েছেনও। খেতেও নাকি বেশ সুস্বাদু ছিল বলে জানিয়েছিলেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


