স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ টিকিট কালোবাজারি করার অভিযোগে বিদেশী তিন নাগরিককে আটক করেছে কাতারের স্থানীয় পুলিশ। টিকিট কালোবাজারির এটাই এবারের বিশ্বকাপের প্রথম ঘটনা। দোহার অফিসিয়াল টিকিট সেন্টারের বাইরে থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ সম্পর্কে এক বিবৃবিতে বলা হয়েছে, তিন ভিনদেশী নাগরিককে এই ঘটনায় আটক এবং তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে। মন্ত্রণালয়ের টুইটারে প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়, তারা তিনজন ভিন্ন ভিন্ন দেশের নাগরিক, তবে কোন কোন দেশের তা স্পষ্ট করে জানানো হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, অফিসিয়াল আউটলেটের বাইরে এ তিনজন অবৈধভাবে টিকিট বিক্রি করার সময় পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা যতগুলো টিকিট বিক্রি করেছে তার প্রতিটি বাবদ আড়াই লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।
প্রতিদিনই প্রিয় দেশের খেলা দেখার আশায় দোহার টিকেটিং সেন্টারের বাইরে হাজারো সমর্থকের লাইন বাড়ছে।
বিশ্বকাপের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের ব্যাপারে ফিফা ও কাতার সরকার অনেকবারই সতর্ক করেছে। গত সপ্তাহে বিশ্বকাপের ১৪৪টি নকল ট্রফি বাজেয়াপ্ত করার খবর জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে পোষাকে বিশ্বকাপের নকল লোগো ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানের বিপক্ষে অভিযোগ আনা হয়েছিল। গত বছর বিশ্বকাপের ব্র্যান্ডিং সম্বলিত একটি পারফিউম বোতলের কারখানায় অভিযান চালানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।