স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সামনে নতুন রেকর্ড গড়ার হাতছানি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে আসরের সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ গোলে সহায়তা দেওয়ার রেকর্ড গড়ার পথে আর্জেন্টাইনা সুপারস্টার।
রোববার ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স। এই ম্যাচে আর মাত্র একটি গোল এবং একটি গোলে সহায়তা করলেই অন্যদের ছাড়িয়ে অনন্য কীর্তি গড়বেন মেসি।
কাতার বিশ্বকাপে মেসি যৌথভাবে সর্বোচ্চ পাঁচটি গোল করেছেন। তার সমান পাঁচ গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। মেসি যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলে সহায়তাও দিয়েছেন। তিনি তিন গোলের কারিগর। তার সমান গোলে সহায়তা দিয়েছেন পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ, ইংল্যান্ডের হ্যারি কেইন এবং ফ্রান্সের অঁতোয়ান গ্রিজম্যান।
এবারও তার সামনে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জয়ের সুযোগ আছে। এর আগে ব্রাজিলের রোনালদো ২০০২ সালে গোল্ডেন বুট এবং ১৯৯৮ বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।