বিশ্বকাপের সেরা গোল রিচার্লিসনের

সেরা গোল রিচার্লিসনের

স্পোর্টস ডেস্ক : ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা কাতার বিশ্বকাপের সেরা গোল বাছাই করেছে। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছে এই গোল। বিশ্বকাপে অভিযানের শুরুতেই দুর্দান্ত এ গোল করেন ব্রাজিলের রিচার্লিসন। স্বপ্নের ‘হেক্সা’ জয়ের মিশনে দল বেশিদূর যেতে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে এ অর্জন তার। সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের করা গোলটি-ই আসরের সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।

সেরা গোল রিচার্লিসনের

এবারের বিশ্বকাপে মোট ১৭২টি গোল হয়েছে, যা সর্বকালীন নজির। তার মধ্যে সেরা গোল বেছে নেওয়া সহজ কাজ ছিল না। কিন্তু সমর্থকরা এ গোলকেই বেছে নিয়েছেন।

সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচ খেলতে নেমে ৭৩ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াসের পাস বাঁ পায়ে ধরে শরীর শূন্যে ছুড়ে দিয়ে ডান পায়ের সাইডভলিতে বল জালে জড়ান ব্রাজিলীয় ফরোয়ার্ড। সেই ম্যাচের প্রথম গোলটিও ছিল রিচার্লিসনের। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় তিনি আরও একটি দুরন্ত গোল করেছেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।

মুখের ছুলির দাগ দূর করার সহজ পদ্ধতি

রিচার্লিসন খেলেন ইপিএলের ক্লাব টটেনহ্যাম হটস্পারে। আর কিছু দিনের মধ্যেই ক্লাবের হয়ে ফুটবল খেলতে নেমে পড়বেন তিনি। সেরার দৌড়ে আরও কিছু গোল ছিল। পোল্যান্ডের বিরুদ্ধে কিলিয়ান এমবাপ্পের গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেইমারের ড্রিবল করে গোল, মেক্সিকোর বিরুদ্ধে এনজো ফের্নান্দেসের গোল। কিন্তু সবাইকে টপকে গেলেন রিচার্লিসন।