বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। প্যাট কামিন্সকে অধিনায়ক করে ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সর্বাধিক পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে চূড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ষষ্ঠ শিরোপা লক্ষ্যে পাঁচ অলরাইন্ডারকে দলে রেখেছে অজি ক্রিকেট বোর্ড। সবার আগে ১৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে বাদ পড়েছেন, তানবীর সাঙ্গা, নাথান অ্যালিস ও অ্যারণ হার্ডি।

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মারনাস লাবুশেন ১৮ সদস্যের প্রাথমিক দলেই সুযোগ পাননি।

প্যাট কামিন্সের নেতৃত্বে দলে দলে আছেন স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা এবং মিচেল স্টার্ক।

কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে তরুণ প্রজন্মকে সতর্ক থাকতে হবে : জাফর ইকবাল

৮ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।