স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার এক মহিলা ফ্যান ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালীন টপলেস হন। তারপরই ওই মহিলা ফ্যানকে স্টেডিয়ামে থেকে নিয়ে যাওয়া হয়। মনে করা হচ্ছে ওই মহিলাকে জেলে পাঠানো হয়েছে। কাতারে এই ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে।
দোহা: বিশ্বকাপ জিতে হিতাহিতজ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টপলেস হওয়া মহিলা ফ্যান ব্যাপক সমস্যায় পড়েছেন। শোনা যাচ্ছে, রবিবার লুসেল স্টেডিয়ামে অন্তর্বাস খুলে ফেলায় জেলে যেতে হয়েছে ওই মহিলাকে। রবিবার ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকে ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। পেনাল্টি শুট-আউটে গঞ্জালো মন্টিয়েল জয়সূচক গোল করতেই লুসেল স্টেডিয়ামে এক মহিলা আর্জেন্টিনা ফ্যান টপলেস হয়ে যান। ওই মহিলার হাতে আর্জেন্টিনার জার্সি ক্যামেরায় ধরা পড়েছে।
ক্যামেরা ওই মহিলা ফ্যানের দিকে ঘুরতেই দেখে হতবাক হয়ে যান দর্শকরা। রক্ষণশীল কাতার। যেখানে মহিলাদের গায়ে থাকে বোরখা, মাথা থাকে ঢাকা, সেখানে এমন কান্ড অবাক করেছে দিয়েছে আয়োজকদের। ঘটনার পরই স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যাওয়া হয় ওই মহিলা ফ্যানকে। শোনা যাচ্ছে, তিনি এখন জেলে বন্দি।
ফিফা বিশ্বকাপ শুরুর আগেই পোশাক নিয়ে সতর্কতা জারি করেছিল কাতার প্রশাসন। বিদেশ থেকে আগত ফুটবল ভক্তদের পোশাকের জন্য কঠোর নিয়ম বেঁধেছিল কাতার। স্পষ্টভাবে বলা হয় যে, ফিফা দেখতে আসা মহিলা এবং পুরুষ উভয়ের খোলামেলা পোশাক পরা চলবে না। মহিলাদের আঁটোসাঁটো এবং প্রকাশ্যে খোলামেলা পোশাক না পরার বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছিল।
The boobs are out! Love women from Argentina! pic.twitter.com/4dhp7oRVox
— Unbiased (@_Migehh) December 18, 2022
অতিথিদের কাঁধ এবং হাঁটু ঢেকে রাখার পরিষ্কার নির্দেশ দেওয়া হয়। নিয়মের লঙ্ঘন করলে পরিচয় প্রমাণিত পাওয়া গেলে গ্রেফতার করা হতে পারে এবং হতে পারে জরিমানা। টুর্নামেন্ট শুরুর আগে ফিফা তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি সাংস্কৃতিক সচেতনতা সংক্রান্ত তালিকা শেয়ার করে। যেখানে বলা হয়েছে যে লোকেরা সাধারণত তাদের পছন্দের পোশাক পরতে পারে। যদিও কাতার প্রশাসন স্পষ্টভাবে বলে দেয়, অতিথিদের কাতারের আইন ও সংস্কৃতিকে সম্মান করতে হবে।
যদিও লুসেলে টানটান উত্তেজনার ফাইনালে কাতারের নিয়ম কানুন ভুলেই বসেছিলেন ওই মহিলা। প্রথমে জার্সি ও তারপর অন্তর্বাস খুলে ফেলেন। মহিলাকে দেখে অবাক হয়ে যান আশেপাশের দর্শকরা। বেশ কিছু দেশের সম্প্রচারকারী চ্যানেল মহিলাকে দেখিয়ে আরও বিপদ বাড়ান। ম্যাচ শেষ হতেই মহিলাকে বাইরে বের করে নিয়ে যাওয়া হয়। শোনা যাচ্ছে, মহিলাকে নাকি জেলে পুরে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।