ধর্ম ডেস্ক : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগিতে সারাদেশে পালিত হচ্ছে শাবান মাসের পবিত্র রাত শবে বরাত। এ রাতকে আরবিতে বলে ‘লাইলাতুল বরাত’ বা ‘সৌভাগ্যের রজনী’।
মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীসহ দেশে বিভিন্ন স্থানের মসজিদগুলোতে পবিত্র এ রাতের মহিমা তুলে ধরে ইমাম-খতিবরা বয়ান করতে থাকেন। ভিড় জমাতে থাকেন মুসল্লিরাও।
সন্ধ্যার পর পরিবারের মৃত সদস্যদের রূহের মাগফেরাত কামনায় কবরস্থানগুলোতেও মানুষের ঢল নেমেছে। বরকতময় এ রাতের উছিলায় মৃত প্রিয়জনের গুনাহ মাফের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ জানাচ্ছেন তারা।
মধ্য শাবানের এ রাত অনেকই মসজিদ কিংবা বাসায় ইবাদত বন্দেগী করে পার করবেন। কেউ নফল নামাজ পড়ছেন, কেউ আল্লাহর জিকিরে মশগুল। কেউবা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছেন। নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য ওয়াজ করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদ খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ রুহুল আমীন।
রাত সোয়া ৩টায় তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. মিজানুর রহমান।
ভোর সাড়ে ৫টায় বায়তুল মোকাররমে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে বলেও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।