রেসলিং থেকে অবসর নিচ্ছেন জন সিনা

Wrestling

স্পোর্টস ডেস্ক : রেসলিং দুনিয়া থেকে অবসর নিচ্ছেন জন সিনা। ২০২৫ সালটাই হতে যাচ্ছে এই কিংবদন্তীর শেষ বছর। কানাডায় ডব্লিউডব্লিউই মানি ইন দ্য ব্যাঙ্ক অনুষ্ঠানে গিয়ে অবসরের কথা জানান এই রেসলার। রিংয়ে প্রবেশের সময় জন সিনা একটি তোয়ালে তুলে ধরেন – যেখানে লেখা, ‘এবার শেষ সময়’। তার টিশার্টেও লেখা ছিল, জন সিনার ফেয়ারওয়েল ট্যুর ২০২৫।

Wrestling

এই অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে তিনি এসে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘দুই যুগের বেশ সময় ধরে আমি ডব্লিউডব্লিউই -তে রয়েছি। আমরা এখন যে অবস্থানে আছি সেখানে আসার যাত্রাটা আমি পুরো দেখেছি। ডব্লিউডব্লিউই এখন শহরের অন্যতম জনপ্রিয় জিনিস।

যখন কেউ আমার নাম জানত না, কেউ বন্ধু হতে চাইত না তখন আমার পাশে ছিল ফ্যানরা। আমি এই সময়ে একটা জিনিস দেখেছি, শীত হোক বা গ্রীষ্ম সমর্থকরা সবসময় থাকেন।’
জন সিনা জানান, ২০২৫ সালের রয়্যাল রাম্বেল, এলিমিনেশন চেম্বার এবং রেসলমেনিয়া-৪১ দিয়ে শেষ করবেন তার ক্যারিয়ার।

২০০২ সালে রেসলিংয়ের দুনিয়ায় পা রাখেন জন সিনা। এর পর নিজেকে নিয়ে অনন্য উচ্চতায়। হয়ে উঠেন এই প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় সুপারস্টার। তবে রেসলিংয়ের পাশাপাশি ডোয়েন জনসনকে দেখেই অভিনয়ের দিকে নজর দেন তিনি। ২০১৮ সাল থেকে তিনি পার্টটাইম অভিনেতা হিসেবে কাজ শুরু করেন।

মেয়েরা কোন কাজ বসে করে, দাঁড়িয়ে করতে পারে না

রেসলমেনিয়া ৪০-এ তিনি কোডি রোডসকে সাহায্য করেন রোমান রেইন্সকে হারিয়ে ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জিততে। পেশাদার রেসলিং থেকে জন সিনার এই অপ্রত্যাশিত অবসরের ঘটনায় চমকে গিয়েছেন তার ভক্তরা। তার শেষটা স্বপ্নের মতো হোক এমনটাই চাইছেন ভক্তরা।