লাইফস্টাইল ডেস্ক : দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুই ঘটনা ঘটে যেগুলির কারণ না বুঝেই আমরা এড়িয়ে যাই। তবে বিজ্ঞানের ভাষায় প্রতিটি জিনিসের কোন না কোন নির্দিষ্ট কারণ রয়েছে যার প্রভাবে সেগুলি ঘটে। ঠিক তেমনই হল, অনেকক্ষণ ধরে জল ঘাঁটলে আঙ্গুলের চামড়া কুঁচকে যায়। যদিও কিছুক্ষণ পর তার ঠিক হয়ে গেলেও আমরা এ বিষয়ে তেমন কেউ মাথা ঘামায় না।
নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে আপনিও কখনো না কখনো ভেবেছেন! সাধারণত চামড়া কুঁচকে যাওয়াটা শীতকালেই বেশি দেখা যায়। তবে বছরের যেকোন সময়ই এমনটা হতে পারে। কিন্তু আঙুলের চামড়া কুঁচকে যাওয়ার পেছনে কী কারন থাকতে পারে জানেন? এবার বিস্তারিত জেনে নেওয়া যাক…
আমাদের চামড়ার উপরিভাগে ‘সিবাম’ নামক একটি তৈলাক্ত পদার্থ রয়েছে। এর কাজ হল চামড়াকে সুরক্ষিত রাখা। ত্বকের আদ্রতা বজায় রাখা। যাতে ত্বক অত্যাধিক রুক্ষ বা শুষ্ক না হয়ে যায়। কিন্তু একটানা অনেকক্ষণ জলের সংস্পর্শে থাকলে এই ‘সিবাম’ নামক পদার্থটি ধুয়ে যায়। এর ফলে জল চামড়ার মধ্যে প্রবেশ করে। সেই কারণেই আঙ্গুলের ত্বক ওইভাবে কুঁচকে যায়।
এই ব্যাপারটা শুধুমাত্র হাতের ক্ষেত্রেই নয়, অতিরিক্ত জল ঘাটলে পায়ের নিচের ত্বক কুঁচকে যায়। তবে কিছু পরই আবার তা স্বাভাবিক হয়ে যায়। যদিও এই বিষয়টা নিয়ে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। চামড়া কুঁচকে যাওয়ার পর, অনেকেই মনে করেন এটা কোনও শারীরিক সমস্যার কারণে হচ্ছে না তো। তবে চিকিৎসকরা সম্পূর্ণ অন্য কথা বলছেন।
ছবিটি জুম করে বলুন বিড়ালটি সিঁড়ি দিয়ে উঠছে নাকি নামছে? ৯৯% মানুষ ভুল উত্তর দেন
চিকিৎসকদের মতে, আঙুলের চামড়া কুঁচকে যাওয়া একটি স্নায়বিক প্রক্রিয়ার অংশ। তবে হাত-পায়ের স্নায়ু সচল না থাকলে এমনটা হয়। বরং স্নায়ুজনিত কোনও সমস্যা থাকলে এই স্বাভাবিক প্রক্রিয়া দেখা যায় না। কোনও কারনে যদি স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, সে ক্ষেত্রে জলের সংস্পর্শে আসার পরও তেমন কোন পরিবর্তন হবে না। তাই আঙুলের চামড়া কুঁচকে যাওয়া নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটা স্বাভাবিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।