বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) একটি ব্যাংক চালু করার চিন্তা করছেন এর মালিক ধনকুবের ইলন মাস্ক। গত বৃহস্পতিবার এক্সের প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনার সঙ্গে এক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।
ধনকুবের ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর একের পর এক পরিবর্তন আনছেন। এখন টুইটার চালালে দিতে হবে টাকা। এমনকি নামও পাল্টে ফেলেছেন। টুইটারে যাতে সব পরিষেবা মেলে, এমনভাবেই সাজানোর কথা বলেছিলেন মাস্ক।
এবার এতে ব্যাংক যুক্ত করার পরিকল্পনার কথা জানানো হলো। এরই মধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে এক্স। সবকিছু ঠিক থাকলে, ২০২৪ সালের শেষের দিকেই এই ব্যাংক চালু হবে। এর পর সেখানে অর্থ জমা করতে পারবেন ইউজাররা।
প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ভার্গের এক প্রতিবেদন বলছে, এক্সে চলবে অর্থনৈতিক কার্যক্রম। চীনেও এভাবে কার্যক্রম পরিচালনা করছে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট। এক্সে এখন সারাজীবন চালানোর খরচ আগেও দেওয়া লাগতে পারে। এমন নিয়ম এলে অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে ব্যাংক অ্যাকাউন্টের মতো সব কার্যক্রম চালানো যাবে বলে জানান মাস্ক। তিনি বলেন, ‘কাউকে টাকা পাঠাতে হলে এই অ্যাকাউন্ট থেকেও পাঠানো যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।