বিনোদন ডেস্ক : সম্পর্ক ভেঙেছে, গড়িয়েছে সময়। কিন্তু ভোলা যাচ্ছে না ক্ষত। সে কারণেই কি তির্যক মন্তব্য? আকারে-ইঙ্গিতে কটাক্ষবাণ ছুড়ে দেওয়া? কথা হচ্ছে বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং তার সাবেক প্রেমিকা অভিনেত্রী হারলিন শেঠিকে নিয়ে।
হারলিনের একটি পোস্ট ঘিরে যাবতীয় জল্পনা। অনেকেই মনে করছেন, পরোক্ষ ভাবে সাবেক প্রেমিক ভিকিকে নিশানা করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ভিকি বর্তমানে বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন।
যাহোক, মাঝরাস্তায় দাঁড়িয়ে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন ভিকির সাবেক প্রেমিকা হারলিন। দুহাত শূন্যে তুলে হাসি মুখে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। তবে ছবির থেকেও বেশি নজর কেড়েছে তার ক্যাপশন। সেখান থেকেই বিতর্ক ও চর্চার সূত্রপাত।
কী এমন লিখেছিলেন হারিলন? তিনি লিখেছেন, ‘আমার প্রেমিকদের থেকে রাস্তার গভীরতা অনেক বেশি।’ হারলিনের প্রেমিকদের তালিকায় যে ভিকিও আছেন, সে কথা নতুন করে বলে দিতে হয় না। তাহলে কি তাকে উদ্দেশ্য করেই এই বাক্যবাণ? প্রেম ভাঙার ব্যথা কি তরতাজা? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীমহলে।
পোস্টটি শেয়ারের পর অনেকের কাছ থেকেই সাবেক প্রেমিককে ভুলে জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ পেয়েছেন হারলিন। কেউ কেউ আবার তার এই মন্তব্যকে নেহাত রসিকতা বলে মনে করছেন।
‘ব্রোকেন বাট বিউটিফুল’-এর সুবাদে প্রচারের আলোয় আসেন হারলিন। মাত্র দেড় বছরেই ভিকির সঙ্গে গভীর হয়েছিল প্রেম। সম্পর্ক নিয়ে ছিল না রাখঢাক। হাতে হাত রেখে ঘুরে বেড়াতেন দুজনে। শোনা যায়, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সাফল্যের পর বদলে যান ভিকি। আলগা হতে থাকে সম্পর্কের বাঁধন।
নিন্দুকেরা বলেন, ‘দুজনের মাঝে ঢুকে পড়েছিলেন ক্যাটরিনা কাইফ। সে কারণে নাকি প্রেমিকার থেকে দূরে সরতে থাকেন ভিকি। সত্যিই কি তাই? অতীতের ক্ষত কি এখনও দগদগে হারলিনের মনে? উত্তর জানেন কেবল তিনিই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।