বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে শাওমির ফ্ল্যাগশিপ মোবাইল Xiaomi 14 লঞ্চ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি চীনে লঞ্চের পর গত 25 ফেব্রুয়ারি গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল। এবার ভারতে এই শক্তিশালী ফোনটি সেল করা হবে। এই ফোনে 16GB পর্যন্ত র্যাম, স্ন্যাপড্র্যাগন 8 জেন 3 চিপসেট, Leica ক্যামেরা লেন্স, 6.36 ইঞ্চের 1.5K ডিসপ্লে, 32MP সেলফি ক্যামেরার মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
Xiaomi 14 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Xiaomi 14 ফোনে 2670 x 1200 পিক্সেল রেজোলিউশন সহ 6.36 ইঞ্চির পাঞ্চ-হোল OLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিট ব্রাইটনেস, 2160ডবলিউএম ডিমিং সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিন গোরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত করা হয়েছে।
প্রসেসর: Xiaomi 14 মোবাইলে পারফরমেন্সের জন্য 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8 জেন 3 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটি এখনও পর্যন্ত সবচেয়ে ফাস্ট চিপসেট। এতে 3.3 গিগাহার্টজ ক্লক স্পীড পাওয়া যায়। এছাড়াও এই ফোনে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 750 জিপিইউ যোগ করা হয়েছে।
ক্যামেরা: Xiaomi 14 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে Leica ক্যামেরা লেন্স, OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে। এছাড়া এই ফোনে 32 মেগাপিক্সেল সেলফি এবং ভিডিও কলিং ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: Xiaomi 14 ফোনে 90W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,610mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অপারেটিং সিস্টেম: কোম্পানি এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস সহ পেশ করেছে। এছাড়াও ভবিষ্যতে এই ফোনটি আপডেট পাবে।
অন্যান্য: ফোনটিতে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IP68 রেটিং রয়েছে।
কানেক্টিভিটি: Xiaomi 14 মোবাইলে কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম 5G, ব্লুটুথ, USB Type-C পোর্ট এবং Wi-Fi 7 যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।