জুমবাংলা ডেস্ক : শুকনো মরিচের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা ভরে পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তার নাম আকবর।
শনিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা শুকনো মরিচের মধ্যে ৩৮টির ভেতর থেকে ইয়াবা পাওয়া গেছে।
ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ খোরশিদ আলম সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: লাইভ পার্টির নামে ব্ল্যাকমেইল, টার্গেটে নারী শিক্ষার্থী-গৃহবধূ
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস থেকে আকবর নামে ওই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা শুকনো মরিচের প্যাকেট দেখে আমাদের সন্দেহ হয়। প্রাথমিকভাবে আমরা ৩৮টি শুকনো মরিচের ভেতর ইয়াবা পেয়েছি। অন্য মরিচগুলোও আমরা চেক করে দেখছি।
তিনি আরর বলেন, আকবর কক্সবাজারের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মরিচের ভেতর ইয়াবা নিয়ে সে আগেও ঢাকায় সরবারহ করেছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেনি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।