জুমবাংলা ডেস্ক : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর আবারও পানি বাড়ছে। গত তিনদিন ধরে যমুনায় পানি অব্যাহত রয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে শনিবার (১০ আগস্ট) সকাল ৬টায় পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭১ মিটার।
যমুনার এ পয়েন্টে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। এতে যমুনার পানি বিপদসীমার ১১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে একই সময়ে যমুনা নদীর কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২৯ মিটার। এ পয়েন্টে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। এতে মেঘাই ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
যমুনায় পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার সরকার জানান, গত তিনদিন ধরে সিরাজগঞ্জে যমুনার দুটি পয়েন্টেই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী ৫-৭ দিন যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এসময়ে বন্যার আশঙ্কা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।