জুমবাংলা ডেস্ক : কুমিল্লার তিতাসে দড়িমাছিমপুর মোল্লা বাড়ি খালের উপর ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উভয়পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি কার্যকর হয়নি। একপাশে প্রায় ১৪ ফুট এবং অপরপাশে ১৮ ফুট উচ্চতায় বাঁশের মই দিয়ে সেতুতে উঠতে হয়, যা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, দড়িমাছিমপুর ও কলাকান্দি গ্রামের মধ্যে যোগাযোগ স্থাপনকারী এই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, তবে এর সংযোগ সড়ক নেই। সেতুর দুই পাশেই বাঁশের মই দিয়ে সেতুতে ওঠার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়রা জানান, মই দিয়ে সেতু পার হওয়ার সময় অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন।
এলাকাবাসী এই সেতু নির্মাণকে সরকারি টাকার অপচয় হিসেবে দেখছেন, কারণ এই খালের ওপরে ৭০০ মিটার দক্ষিণে আরেকটি সেতু রয়েছে, তবে সেটি ঝুঁকিপূর্ণ।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, দড়িমাছিমপুর মোল্লা বাড়ি খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার প্রস্থের সেতুটি নির্মাণের অনুমোদন দেয়া হয়। নির্মাণ ব্যয় ছিল ৫ কোটি ৮৭ লাখ টাকা। তবে সেতু নির্মাণের পরেও সড়ক না থাকার কারণে জনগণের জন্য এটি কার্যকর হয়নি।
এ বিষয়ে দড়িমাছিমপুর গ্রামের হুমায়ুন কবির বলেন, ‘মই দিয়ে সেতু পার হওয়ার সময় পড়ে গিয়ে আমার পা ভেঙে গিয়েছিল। দুই মাস বিছানায় ছিলাম, অনেক টাকা খরচ হয়েছে। সেতু নির্মাণ করা হলেও বিকল্প সড়ক না থাকায় কেউ যাতায়াত করতে পারছে না।’
কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার বলেন, ‘৬ কোটি টাকার এই সেতু যদি প্রয়োজনীয় সড়ক নির্মাণ করা না হয়, তবে এটি জনগণের কোনো কাজে আসবে না।’
উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, সেতুর সংযোগ সড়কের নির্মাণকাজ দ্রুত শুরু হবে এবং প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন পেলে কাজ শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।