লাইফস্টাইল ডেস্ক : প্রেম মানে না গোত্র, বর্ণ কিংবা পরিচয়। প্রেমে পড়লে কোনো কিছুকে যেন অসম্ভব মনে হবে না। তাই বলে চোরের প্রেমে পড়া! হ্যাঁ, এমনটি ঘটেছে ব্রাজিলের এক তরুণীর সঙ্গে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, ব্রাজিলিয়ান ওই তরুণীর নাম এমান্যুয়েলা। তিনি তাঁর নিজের মোবাইল ফোন চুরি করা ব্যক্তির সঙ্গেই প্রেম করছেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে এমান্যুয়েলা জানান তাঁর প্রেম কাহিনী। বলেন, রাস্তা দিয়ে হাঁটার সময় মোবাইল চুরি হয় তাঁর। এরপর ওই যুবকই তাঁর সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। এ সময় পাশেই ছিলেন প্রেমিক। তিনিও জানান কীভাবে প্রেমে পড়লেন দুজনে।
ওই যুবক বলেন, ‘আমি খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম। চুরির পর আমি ফোনে যখন ওর ছবি দেখলাম, তখনই ভালো লাগতে শুরু করে। ও এতো সুন্দরী! ওর ফোন চুরি করা নিয়ে আক্ষেপ করছিলাম।‘
গত দুই বছর ধরে প্রেম করছেন এই যুগল। তবে মেয়েটির পরিবার ফোন চোরের সঙ্গে সম্পর্ক মেনে নিয়েছেন কিনা তা জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে এই প্রেমিক-প্রেমিকার সাক্ষাৎকারের ভিডিও। এতে প্রতিক্রিয়া জানিয়েছেন হাজার হাজার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।