বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনলাইনে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের সুরক্ষার্থে ডিজলাইক ভিডিও অপশনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ইউটিউব Youtube।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর থেকে নতুন নিয়ম অনুযায়ী ভিডিও এবং লাইভ স্ট্রিমের ক্ষেত্রে ডিজলাইকের সংখ্যাগুলো গোপন রাখা হবে। অর্থাৎ এখন আর ভিডিওতে কত ডিজলাইক পড়েছে তা দেখা যাবে না।
তবে ডিজলাইকের সংখ্যা না দেখা গেলেও, ডিজলাইক বাটন থাকবে এবং যে কেউ ইচ্ছামতো যে কোনো ভিডিওতে ডিজলাইক দিতে পারবেন। যদিও সাধারণ ব্যবহারকারীরা কত ডিজলাইক পড়েছে তা দেখতে পারবেন না, তবে কনটেন্ট ক্রিয়েটররা স্টুডিওতে গিয়ে ডিজলাইক সংখ্যা দেখতে পারবেন।
গুগলের মালিকানাধীন এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চলতি বছরের শুরুর দিকে ইউটিউব Youtube প্ল্যাটফর্মজুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ডিজলাইকের আক্রমণ কমাতে পরীক্ষামূলকভাবে ডিলাইকের সংখ্যা লুকিয়ে দিয়েছিল। এ বছরের জুলাই মাসে এ বিষয়ে বিশ্লেষণের পরে, আক্রমণাত্মক আচরণ কিছুটা হ্রাস পেতে দেখে ইউটিউব কর্তৃপক্ষ। এরই ফলস্বরূপ ডিজলাইক সংখ্যা লুকানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।