আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য আগেই ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ব্যবহার নিষিদ্ধ ছিল। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে ইউটিউবও। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ অপ্রাপ্তবয়স্কদের জন্য গুগলের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে।
এর আগে থেকেই অস্ট্রেলিয়ায় মেটার অধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারত না অপ্রাপ্তবয়স্করা। পাশাপাশি স্ন্যাপচ্যাট, টিকটক এবং এক্স (সাবেক টুইটার)-এর ব্যবহারেও কঠোর বিধিনিষেধ চালু আছে। এবার এই একই কড়াকড়ির আওতায় আনা হচ্ছে ইউটিউবকেও।
অস্ট্রেলিয়ান সরকার এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ১০ ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম সমাজের ক্ষতি করছে — এটা আমরা সবাই জানি। যদিও এটি একমাত্র সমাধান নয়, তবে আমরা বিশ্বাস করি এই পদক্ষেপ সামান্য হলেও ইতিবাচক পরিবর্তন আনবে।”
এদিকে, ব্যবহারকারীদের প্রকৃত বয়স শনাক্ত করার জন্য ইউটিউব কর্তৃপক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সাহায্য নেওয়ার পরিকল্পনা করছে। কারণ, সরকারের নির্দেশনা অমান্য করলে ইউটিউবকে গুনতে হতে পারে ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ২৮০ কোটি টাকা) জরিমানা।
অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানিয়েছেন, “দেশের তরুণ প্রজন্মের মধ্যে ইউটিউবই সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক মাধ্যম। তাই এটি তাদের মানসিক ও সামাজিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে উঠেছে।”
তবে এই নিষেধাজ্ঞা শিশুদের জন্য তৈরি ইউটিউব কনটেন্ট, অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেটিংস এবং YouTube Kids অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এসব প্ল্যাটফর্ম আগের মতোই চালু থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।