বিনোদন ডেস্ক : একটি বেসরকারি কোম্পানি একযুগ ধরে লোকসান দিয়ে দেউলিয়া হবার উপক্রম। অফিসের ম্যানেজার থেকে শুরু করে সিকিউরিটি গার্ড পর্যন্ত কোম্পানিকে ফাঁকি দিচ্ছে।
কারণ কোম্পানির এমডি অসুস্থ হয়ে বিছানায়। কোম্পানির এমডির ছেলে প্রবাসী হবার কারণে সবাই সুযোগ পেয়ে লুটে নিচ্ছে যে যার ধান্ধা। ঠিক এমন সময় কিষাণ নামের একজন মানুষ কোম্পানির হেড অফিসে আসেন একটি সেবা নিতে। এতেই বাধে বিপত্তি।
কিষাণ কখনো রিসিপশনে, ডেক্সে অথবা ম্যানেজারের রুমে ঢুকে পড়ছেন। কেউ বাধা দিলেই তার গোপন সব অপকর্ম চিৎকার করে ফাঁস করে দিচ্ছেন। তাই কেউ মুখ খুলছে না ভয়ে। কিষাণ পুরো অফিস হাতিয়ে নিতে পাঁয়তারা করতে থাকেন।
রাত্রি নামের এক মেয়ে অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে জব করেন। অফিস থেকে শুরু করে কিষাণ রাত্রিকে ফালো করে জ্বালাতন করে। অফিসে, রাস্তায়, বাজারে সব জায়গায় রাত্রির ঝামেলা হয়। এভাবে একের পর এক ঝামেলায় কিষাণ ও রাত্রির দ্বন্দ্ব এমডি পর্যন্ত পৌঁছে যায়।
আর অফিসেও কিষাণের অত্যাচারে সবাই বিরক্ত। একদিন যখন অফিসের সবাই কিষাণকে পুলিশে দিতে বুদ্ধি বের করছে; ওই দিন সবাই জানে কিষাণ অফিসের সিও। বিপদে পড়ে যায় সবাই। রাত্রির কী জব চলে যায়? কিষাণের সঙ্গে রাত্রির কি সম্পর্ক তৈরি হয়? জানতে হলে দেখতে হবে টিভি নাটক ‘সিও স্যার’।
মিজানুর রহমান বেলালের রচনায় ও আদিত্য জনির পরিচালনায় কিষাণ চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, আর রাত্রি চরিত্রে অভিনয় করেছেন মাঈমুনা ফেরদৌস মম।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজম খান, শাহিন মৃধা, হানিফ খান, তাসমিতা সুমি, কাকা মাকসুদ, প্রীতি, সৈয়দা নাসরিন, উমাসহ অনেকে।
আদিত্য জনি বলেন, সিও স্যার একটি চমৎকার কমেডি ও রোমান্টিক-সিরিয়াস কাহিনীর সংযোজন। গল্প নিয়ে বলার কিছু নেই, অসাধারণ গল্প। নাটকটিতে পুরো টিম প্রচণ্ড পরিশ্রম করেছেন। আগামী ঈদে নাটকটি টিভিতে প্রচার হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।