স্পোর্টস ডেস্ক : ভালো অবস্থানে ছিল না ইস্ট জোন। ৬০ রানে ৩ উইকেট হারিয়ে ধুকছিল সাউথ জোনের বিপক্ষে। সেখান থেকে দলকে উদ্ধার করলেন জহুরুল ইসলাম অমি। দেয়াল হয়ে দাঁড়িয়ে একপ্রান্ত আগলে চালিয়ে গেলেন লড়াই।
২২ গজে দেখালেন দৃঢ়চেতা মনোভাব। ছিলেন ধৈর্য্যের মূর্ত প্রতীক হয়ে। সাত ঘণ্টা ২৩ মিনিট ব্যাটিং করলেন। তাতে সুফল পেল ইস্ট জোন।
জহুরুল পেয়ে গেলেন সেঞ্চুরি। তার ১৪৫ রানের ইনিংসে সাউথ জোনের বিপক্ষে ৩৫০ রান করে ইস্ট জোন। ৪৪৩ মিনিটে ২৯৪ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১৪৫ রান করেন জহুরুল। প্রথম শ্রেণির ক্রিকেটে যা তার ১৭তম সেঞ্চুরি। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামেন এ ব্যাটসম্যান।
এছাড়া আশারাফুল ৪৯, শাহাদাত হোসেন দিপু ৬০ রান করেন। বল হাতে সুমন খান ৪টি ও নাজমুল ৩টি উইকেট নেন।
জবাব দিতে নেমে সাউথ জোন ৮৫ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে জুটি বেঁধে দিনের খেলা শেষ করেছেন পিনাক ঘোষ (৪৭) ও ফজলে মাহমুদ (২৮)। নাবিল সামাদ ও নাঈম হাসান পেয়েছেন একটি করে উইকেট। এখনও সাউথ জোন ২১৩ রানে পিছিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।