জুমবাংলা ডেস্ক : ২৮৬টি বিয়ে করে আলোচনায় আসা সেই জাকির হোসেন রাব্বি কারাগারে অসুস্থ হলে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২০ জানুয়ারি) ভোর ৫টায় তিনি মারা যান। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের ইনচার্জ শ্রী যতীন কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ মর্গে রয়েছে।
তিনি আরও বলেন, এর আগে ১৮ জানুয়ারি হাই সিকিউরিটি জেল থেকে চিকিৎসার জন্য আসে। এরপর ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফিরে যায়। শনিবার ভোর রাতে পুনরায় অসুস্থ অবস্থায় হাসপাতালে আসে কিন্তু প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরর্বতীতে বডি (মৃতদেহ) মর্গে নিয়ে আসা হয়।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষকে ঢাকা টাইমস থেকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, মিরপুরের এক নারীর করা ধর্ষণ মামলায় (২২-১১-১৮) জাকির হোসেন রাব্বিকে (৪৩) গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে রিমান্ডে নিলে জবানবন্দিতে পুলিশ জানতে পারে জাকির শুধু র্ধষণ নয়, ১৪ বছরে বিয়ে করেছেন ২৮৬টি ।
কারাবন্দি জাকির হোসেন রাব্বির হাজতি নং (৬৩৩৬৬/২৩) ১৮) ছিল। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের পনির হোসেনের সন্তান ছিলেন জাকির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।