স্পোর্টস ডেস্ক : দলবদলের গুঞ্জনে আভাস পাওয়া যাচ্ছে পিএসজি কোচ পরিবর্তনের। আগামী মৌসুমে বর্তমান কোচ মরিসিও পচেত্তিনোর পরিবর্তে দলের কোচের দায়িত্বে দেখা যাবে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানকে। এমনই দাবি ফ্রেঞ্চ সংবাদ মাধ্যমের। পিএসজি আগ্রহী ৪৯ বছর বয়সী এ ফরাসী কোচের হাতে দায়িত্ব দিয়ে ক্লাবের সর্বোচ্চ সাফল্য অর্জনে।
মৌসুম জুড়ে দলবদলের গুঞ্জন সব সময়ই শোনা যায়। দলবদলের গুঞ্জনে শোনা যায় তারকাদের দল পরিবর্তনের ঘটনা। দলবদলের আবহে এবার গুঞ্জন উঠেছে ফ্রান্সের ক্লাব পিএসজির ডাগ আউটে আসবে পরিবর্তন।
গুঞ্জন উঠেছে, চলতি মৌসুম শেষে মরিসিও পচেত্তিনো থাকছেন না পিএসজিতে। ক্লাবের দায়িত্ব নেওয়ার পর সাফল্য আছে অনেক। যদিও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গেলও মৌসুমে ভালো ফলাফল এনে দিতে পারেননি তিনি।
পচেত্তিনোর পরিবর্তে দলে নতুন কোচ হিসেবে জায়গা পেতে পারেন ফরাসি তারকা খেলোয়াড় ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ৪৯ বছর বয়সী এ ফরাসী কোচের দায়িত্ব পালন করেছেন রিয়াল মাদ্রিদের।
তার বিচক্ষণতা ও দিক নির্দেশনায় সাফল্যের ছোঁয়া পেয়েছে লস ব্ল্যাঙ্কোস। দলে পরিবর্তন এনে দিয়েছিলেন অভূতপূর্ব। দায়িত্ব পাওয়ার পর ক্লাবকে এনে দিয়েছেন ৯টি শিরোপা। পরিসংখ্যানে দেখা যায়, ৭০ শতাংশ ম্যাচে রিয়াল সাফল্য পেয়েছে এ ফরাসী কোচের অধীনে।
দলবদলের গুঞ্জনে হয়তো আগামী মৌসুমেই পিএসজি শিবিরে কোচের দায়িত্ব পালন করতে দেখা যাবে ফরাসী তারকা জিনেদিন জিদানকে। তার হাত ধরেই অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে বিভোর হবে প্যারিসিয়ানরা। তবে সব কিছুই নির্ভর করছে চুক্তির আনুষ্ঠানিকতার ওপর!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।